শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৫১:৩৯

‘এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না’

‘এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না’

বিনোদন ডেস্ক : আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন। গত বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই স্বামীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তনি। স্বামীর মরদেহ নিয়ে দেশেও ফিরছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে স্বামীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সেইম ফ্লাইটে আমরা দুজন, কিন্তু আমি সিটে বসে আর তুমি।’ এতে মন্তব্য করেছেন অসংখ্য মানুষ। তনির ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা তার স্বামীর আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

এ ছাড়া একই দিন অপর এক স্ট্যাটাসে তিনি স্বামীর স্মৃতিচারণা করে লেখেন, ‘এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না।’

সর্বশেষ স্ট্যাটাসে তিনি স্বামীর উদ্দেশে লেখেন, ‘সকল দায়িত্বের ভার আমাকে দিয়ে তুমি কেন চলে গেলা!’

দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ভালোবেসে তনি বিয়ে করেন শাহাদাৎ হোসাইনকে। তাদের মধ্যে বয়সের ব্যবধান নিয়ে বিভিন্ন সময় সমালোচনা ও ট্রলের সম্মুখীন হন তনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে