মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:০৯:৫০

সঞ্জয়ের মুক্তিতে সবার জন্য খাবার একদম বিনামূল্যে

সঞ্জয়ের মুক্তিতে সবার জন্য খাবার একদম বিনামূল্যে

বিনোদন ডেস্ক : ২৫ ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি পাচ্ছেন বলিউডের মুন্না ভাইখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। আর এই মুক্তির আনন্দে সঞ্জয় দত্তের এক ভক্ত তার রেস্টুরেন্টে একদিনের জন্য বিনামূল্যে খাবার খাওয়াবেন সকলকে।

হোটেল মালিক খালিদ হাকিম বলেন, ‘১৯৮৬ সালে একটি বিশেষ শাখা উদ্বোধন করতে আমাদের রেস্টুরেন্টে এসে নিজের মতন করে এই ডিশ তৈরি করে উপহার দিয়েছিলেন সঞ্জয়। তখন থেকেই এর নাম ‘চিকেন সঞ্জু বাবা’।   

তিনি আরও জানান, সঞ্জয় তাদের রেস্টুরেন্টে খেতে খুবই ভালোবাসেন। বিশেষত, হোয়াইট চিকেন বিরিয়ানি, চিকেন হাকিমি, ডাল ঘি, জাফরানি টাংরি কাবাব, শামি কাবাব সঞ্জয়ের খুবই প্রিয়। তবে অন্য ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে চিকেন সঞ্জু বাবাই।

খালিদ হাকিম আরও বলেন, ‘তিনি একজন সুপারস্টার। তিনি চাইলেই নিজের তৈরি এই রেসিপি কোনও পাঁচতারা হোটেলে বিক্রি করতে পারতেন, সেখান থেকে আজীবন রয়ালটিও পেতে পারতেন। তা না করে তিনি আমাদের রেস্টুরেন্টকে উপহার দিয়েছেন নিজের রেসিপিটি। এ যে আমাদের জন্য কী ভীষণ আনন্দের ও গর্বের তা বলে বোঝাতে পারব না! তার সম্মানে আমরা খুব বেশি যা করতে পারি তা হচ্ছে নিজেদের মতো করে তার মুক্তিকে উদযাপন করা।’
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে