শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ১১:০৭:০২

ফের নতুন এক অঘটনের মুখে বলিউড

ফের নতুন এক অঘটনের মুখে বলিউড

বিনোদন ডেস্ক : ফের নতুন এক অঘটনের মুখে বলিউড। সদ্যই ছুরিকাঘাতে আহত হয়েছেন বলিউডের ছোট নবাব সাইফ আলি খান। এখনো হাসপাতালে অভিনেতা। এবার শুটিংয়ের সময় ছাদ ভেঙে পড়ে আহত হলেন অর্জুন কাপুর।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, শনিবার (১৮ জানুয়ারি) মুম্বাইয়ের ইম্পেরিয়াল প্যালাসে শুটিং করার সময় ছাদের অংশ ভেঙে শরীরে পড়লে আহত হন অর্জুন। নতুন সিনেমা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অর্জু কাপুরের কনুই এবং মাথাতে চোট লেগেছে। 

দুর্ঘটনা প্রসঙ্গে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর অশোক দুবে সংবাদমাধ্যমকে বলেন, যে বাড়িতে শুটিং হচ্ছিল সেটি বেশ পুরনো।

বেশ কিছুদিন টানা শুটিং হওয়ায় শব্দের কম্পনে মনে হয় বাড়িটি নড়বড়ে হয়ে পড়ে। আর এতেই ঘটে বিপত্তি।
 
জানা যায়, শুধু অর্জুনই নন, নায়কের সঙ্গে থাকা অনেকেই এ দুর্ঘটনায় আহত হন। যেমন সিনেমাটির পরিচালক, প্রযোজক, চিত্রগ্রাহক, সহ-চিত্রগ্রাহক ও কলাকুশলীরা।

তবে কারোরই চোট গুরুতর নয় বলে জানিয়েছেন অশোক দুবে। জানা গেছে, যে বাড়িটিতে কাজ হচ্ছিল সেটি বেশ পুরনো। বেশ কিছুদিন ধরে সেখানে একটানা শুটিং হচ্ছিল। বহু মানুষের আনাগোনা ছিল। অনবরত শব্দের কম্পনে সম্ভবত ভগ্নপ্রায় বাড়িটির অবস্থা আরো খারাপ হয়ে পড়ে।

এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সিনেমাটির গানের নৃত্যপরিচালক বিজয় গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, আমরা গানের শুটিং করছিলাম। এমন সময় ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। ভাগ্য ভালো যে পুরো ছাদ ভেঙে পড়েনি। পুরো ছাদ ভেঙে পড়লে সবারই আঘাত গুরুতর হতো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে