রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ০৬:৪০:২১

লিমার চিৎকারে বেরিয়ে আসেন সাইফ, তখনই হামলা চালায় সে

লিমার চিৎকারে বেরিয়ে আসেন সাইফ, তখনই হামলা চালায় সে

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলাকারীকে অবশেষে আটক করেছে মহারাষ্ট্র পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, রবিবার সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে তাকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়। যা সাইফের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে।

এ সময় তার কাছ থেকে কাস্তেজাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গেছে। প্রাথমিক প্রমাণ অনুসারে, হামলাকারীকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করছে মুম্বাই পুলিশ। 

পুলিশের দাবি, প্রাথমিকভাবে ধৃত নিজের নাম বিজয় দাস বললেও পরে জানা যায়, তার আসল নাম শরীফুল ইসলাম শেহজাদ। দীক্ষিত গেদম জানান, আনুমানিক মাস পাঁচেক আগেই বছর ত্রিশের ওই ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে গেছে।

পুলিশের আরো দাবি, গত পাঁচ মাস শরীফুল বিভিন্ন জায়গায় থাকার পর মুম্বাই যান দিন পনেরো আগে। এই সময়ই তিনি নিজেকে বিজয় দাস বলে পরিচয় দিতে শুরু করেন। বিভিন্ন সময় বিভিন্ন নামে সে পরিচয় দিতেন বলে জানা গেছে। কখনো বিজয় দাস, কখনো ভিজয়, কখনো মহম্মদ ইলিয়াস।

ডিসিপি গেদাম বলেছেন, ‘একটি গৃহপরিচর্যাকারী সংস্থার সঙ্গে কাজ করত ধৃত। ডাকাতির উদ্দেশ্যেই সাইফের বান্দ্রার ফ্ল্যাটে ঢুকেছিল সে। বাধা পেয়ে অভিনেতার ওপর হামলা করে। তার পর পালিয়ে যায়।’

আরো জানা গেছে, মুম্বাই পুলিশের (জোন ৬) ডিসিপি নবনাথ ধভালে এবং মুম্বাইয়ের কসরভাদাভালি থানার পুলিশ যৌথ অভিযানে রবিবার ভোরবেলা পশ্চিম ঠাণের হিরনন্দানি এস্টেট এলাকায় মেট্রো রেলের শ্রমিক বসতি থেকে শরীফুলকে গ্রেপ্তার করেছে।

মুম্বাই পুলিশের জোন ৯ এলাকার ‘সৎগুরু শরণ’ আবাসনের ১২ তলায় সাইফ-কারিনার ফ্ল্যাট। ডিসিপি দীক্ষিত গেদাম জানিয়েছেন, সিঁড়ি দিয়েই ১২ তলায় উঠেছিল হামলাকারী। বাড়ির ভেতর ঢুকতেই সাইফের গৃহকর্মী ফিলিপ লিমা তাকে দেখে ফেলেন এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। লিমার চিৎকারে বেরিয়ে আসেন সাইফ। তখনই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় সে। সাইফের পাশাপাশি হাতে আঘাত লাগে লিমারও।

গত বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে সাইফ আলির ওপর হামলা করা হয়। অভিনেতাকে ছুরি দিয়ে ছয়বার কোপানো হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে ছুটে যান সাইফ আলি খান। হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে