রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৭:৫৯

স্ত্রীকে ব্যবহার করেছেন শক্তি কাপুর, যা করেছেন তা ঠিক নয়!

 স্ত্রীকে ব্যবহার করেছেন শক্তি কাপুর, যা করেছেন তা ঠিক নয়!

বিনোদন ডেস্ক : নারী স্বাধীনতা, নারীদের সমান অধিকার নিয়ে চর্চা সবসময়ই অব্যাহত। তবে আশির দশকে শক্তি কাপুরের এক বক্তব্য নিয়ে হঠাৎ চলছে নানা আলোচনা-সমালোচনা। 

অনেকেই অভিনেতার মন্তব্যের জবাবে বলছেন, শক্তি যা করেছেন তা ঠিক নয়। অনেকেই আবার তাকে তকমা দিয়েছেন, ‘পুরুষতান্ত্রিক’ বলে। কিন্তু কী এমন বলেছেন শক্তি কাপুর? 

শিবাঙ্গী কোহলাপুরে কে চেনেন? পদ্মিনী কোহলাপুরের বোন তিনি। এই শিবাঙ্গীরই প্রেমে পড়েন শক্তি কাপুর। তখন শিবাঙ্গীর বয়স মাত্র ১২ বছর। 

মারাঠি পরিবারের মেয়ে অন্যদিকে শক্তি পুরোদস্তুর পাঞ্জাবি পরিবারের ছেলে। কিন্তু প্রেম কবেই বা এসব হিসেব মেনেছে? বয়সে ১০-১২ বছরের ছোট শিবাঙ্গীও একসময় সাড়া দেন অভিনেতার প্রেমে। 

বাড়ির অমতেই বিয়ে করেন তারা। শক্তি কাপুরের কথায়, ‘আমি ওর কাছে যাই, ক্ষমা চাই। ভিক্ষা করে বলি, আমি স্ত্রী হিসেবে হাউজ ওয়াইফ চাই। সে মেনে নেয়। আমার জন্য নিজের উজ্জ্বল ক্যারিয়ার ছেড়ে দেয়। গানও ছেড়ে দেয়। সেজন্য আমি আজীবন ওর কাছে কৃতজ্ঞ থাকব।’

শক্তি কৃতজ্ঞ থাকলেও আমজনতা কিন্তু একেবারেই খুশি নন। তাদের মতে স্ত্রীকে ব্যবহার করেছেন শক্তি। যা করেছেন তা ঠিক নয়! 

বিয়ের কয়েক বছরের মধ্যেই তাদের প্রথম সন্তান সিদ্ধান্ত কাপুরের জন্ম হয়। এর ঠিক কয়েক বছরের মধ্যেই জন্ম নেন শ্রদ্ধা কাপুর, বলিউডের এই মুহূর্তের প্রথম সারির নায়িকা তিনি। 

সন্তান জন্ম নেওয়ার পর বাড়ির সঙ্গে যাবতীয় ঝামেলা মিটে যায় শিবাঙ্গীর। দেখতে দেখতে বিয়ের ৪৩ বছর পার করে ফেলেছেন এই জুটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে