বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের আলোচিত তারকা কণ্ঠশিল্পী পড়শীকে পাওয়া যাচ্ছে না ফেসবুকে! হঠাৎ করে কি হল তার? কোথায় গেলেন তিনি? তার কোন খবরা খবরই পাচ্ছেন না তার ভক্ত অনুরাগরা।
এ নিয়ে পড়শী ভক্ত ও অনুরাগিরা বেশ চিন্তিত। হুট করে বলা নেই কওয়া নেই ফেসবুক আইডি ও পেজ উধাও! তার ফেসবুক পেজে ৫০ লাখেরও বেশি অনুরাগি রয়েছেন। হঠাৎ করে তার এমন উধাও হওয়াতে তারাও আছেন দুশ্চিন্তায়।
তবে দুশ্চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছেন পড়শীর ভাই সাক্ষর এহসান। তিনি জানিয়েছেন পড়শী ভালো আছেন। তিনি বলেন, আসলে পড়শীর আইডি ও ফেসবুক পেজ আমিই চালাই। একটা বিশেষ কারণে কয়েক দিন আগে এগুলো ডি-অ্যাকটিভ করা হয়েছে। যেহেতু আমরা ঢাকার বাইরে এখন সেহেতু মোবাইলফোন দিয়ে এসব সক্রিয় করা যাচ্ছে না। ঢাকায় ফিরলেই সক্রিয় করা হবে।
ঢাকার বাইরে মানে কোথায়? এমন উত্তরে সাক্ষর জানিয়েছেন পড়শীসহ পুরো বর্ণমালা টিম এখন গাজীপুরে অবস্থান করছে। সেই সাথে তিনি বলেছেন, পড়শীকে যারা ফেসবুকে পাচ্ছেন না, তাদের চিন্তিত হবার কারণ নেই। পড়শী নিজের ইন্সটাগ্রামে সক্রিয় রয়েছেন।
এদিকে গতকাল সোমবার নাটোরের উত্তরা গণভবনে পড়শী ও তার ব্যান্ডদল বর্ণামালা'র একটি ছবি পোস্ট করেছেন। এছাড়াও আজ মঙ্গলবার বিকেল ৫ টার দিকেও নাটোরের উত্তরা গণভবনে তোলা একটি ছবি পোস্ট করেছেন।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন