বিনোদন ডেস্ক : বিশ্ব বিখ্যাত তারকাদের সাথে সেলফি তোলাই তার সব থেকে বড় শখ। আর তাই সেই তালিকাতে রয়েছে- ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি, জাস্টিন বিবার, জুলিয়া রবার্টস, কিম কার্দাশিয়ান থেকে শুরু করে অগনিত তারকা। সত্যিই তাই! তার সেই সেলফিগুলো গুনে শেষ করা দুঃসাধ্যই বটে। এক-দুটো নয়। এখন পর্যন্ত তিনি প্রায় ৫০০০ সেলফি তুলেছেন। তাও আবার ওয়ার্ল্ড টপ সব সেলিব্রিটিদের সঙ্গে।
এই মেয়েটির নাম স্টকার সারা। ষোড়শী এই সুন্দরীর বাড়ি লস অ্যাঞ্জেলসে। তার বয়স যখন ১২ বছর, তখন থেকেই তার এই অদ্ভুত হবি। শুরুটা হয়েছিল বাবার শখ মেটাতে গিয়েই। পছন্দের নায়কের সঙ্গে ছবি তোলার জন্য বিনা দ্বিধায় এগিয়ে গিয়েছিল স্মার্ট মেয়েটা। তারপর আর ছোটো মেয়েটার অনুরোধ ফেলতে পারেননি রবার্ট।
তবে তার এই ‘সাফল্যের’ চাবিকাঠিটা কি? সারা জানালেন, ‘কিছুই না। শুধু সঠিক সময়ে সঠিক পরিস্থিতিতে এগিয়ে যাওয়া।’ তাতেই কাজ হাসিল।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই