বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ০৩:৩০:২৫

এবার বরফের ওপরে ডিগবাজি দিয়ে নায়িকার মন রক্ষা করলেন জায়েদ খান

এবার বরফের ওপরে ডিগবাজি দিয়ে নায়িকার মন রক্ষা করলেন জায়েদ খান

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত নায়ক জায়েদ খান নানা কর্মকাণ্ডের জন্য প্রায়ই ভাইরাল হন। গতবছর ডিগবাজির সুবাদে বেশ আলোচনার জন্ম দেন তিনি। একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা গেছে তাকে। এরপর থেকেই অভিনেতার ডিগবাজি ভাইরাল অনলাইনে।

এটি এখন তার সিগনেচার স্টাইলও বলা চলে। এবার যুক্তরাষ্ট্রে বরফের ওপরে ডিগবাজি দিয়ে নায়িকার মন রক্ষা করলেন জায়েদ।

 মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন জায়েদ। ক্যাপশনে লিখেছেন, নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিতে হলো। শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেললো।

জানা গেছে, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অনুরোধ রাখতেই বরফের ওপরে ডিগবাজি দেন জায়েদ। এ সময় তার পাশে ছিলেন উপস্থাপিকা নীল হুরের জাহান। সামনে ছিলেন নায়ক ইমন, প্রার্থনা ফারদিন দীঘি, ছোট পর্দার তারকা সাফা কবির, জিয়াউল হক পলাশ ও লামিমা লাম।

একটি অনুষ্ঠানে অংশ নিতেই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই শোবিজের এই তারকারা। এর আগেও একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা যায় জায়েদকে। গেল বছর দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন জায়েদ। এরপরও থেমে থাকেননি তিনি। সুস্থ হয়ে আবারও ফিরেছেন নিজের সিগনেচার স্টাইলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে