বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ১০:১৬:১৮

ত্রানকর্তা হয়ে প্রাণে বাঁচানো সেই অটোচালকের হাতে কত টাকা তুলে দিলেন সাইফ?

ত্রানকর্তা হয়ে প্রাণে বাঁচানো সেই অটোচালকের হাতে কত টাকা তুলে দিলেন সাইফ?

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার পর ত্রানকর্তা হয়ে অভিনেতার প্রাণ বাঁচিয়েছিলেন একজন অটোচালক। যার নাম ভজন সিং রানা। 

বৃহস্পতিবার ভোর রাতে হামলাকারীর ছুরির আঘাতে আহত অবস্থায় নিজ বাড়ির সামনে সাইফ যখন অটো খুঁজছিলেন তখনই সেখানে হাজির হন ভজন। অভিনেতার নাম, পরিচয় কোনো কিছু জানার চেষ্টা না করেই তাকে নিয়ে ছুঁটে যান হাসপাতালে। 

যেখানে প্রায় পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পরে মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাইফ। তবে বাড়ি ফেরার আগে হাসপাতালে সেই অটোচালককে ডেকে নেন সাইফ আলি খান ও তার পরিবার। 

ভজনকে ডেকে নিয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন নবাবপূত্র। হাতে তুলে দেন ৫০ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন সাইফ আলি খানের মা শর্মিলা ঠাকুরও। তিনিও মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন ছেলের প্রাণ বাঁচানো অটোচালককে।

সাইফের সঙ্গে সাক্ষাতের পর ভজন ভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, ‘তারা আমাকে বিকেল ৩:৩০টা নাগাদ হাসপাতালে আসতে বলেছিল। আমি বলি, ঠিক আছে, পৌঁছে যাব। তবে হাসপাতালে পৌঁছাতে একটু দেরিই করে ফেলেছিলাম, প্রায় ৪-৫ মিনিট। তবুও সেখানে গিয়ে সাইফ আলি খানের সঙ্গে দেখা করলাম।’

ভগন বলেন, ‘যখন ভিতরে ঢুকলাম, দেখলাম তার পরিবারও সেখানে ছিল। সবাই চিন্তিত ছিল, কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল। সাইফ আলি খানের মা এবং সন্তানেরাও উপস্থিত ছিল সেখানে। তাদের তরফ থেকে আমাকে অনেক সম্মান দেওয়া হয়েছে।’ 

এখানে থামেননি ভজন। বললেন, ‘এই যে আমাকে আজ আমন্ত্রণ জানানো হলো, খুব ভালো লেগেছে। বিশেষ কিছুই না, শুধু দেখা করার জন্য এই আমন্ত্রণ। আমি সাইফ আলি খানকে বললাম, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমি আগে আপনার জন্য প্রার্থনা করেছি, সবসময় সেই প্রার্থনা করে যাব।’ সূত্র: দ্যা ওয়াল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে