মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০৫:২৩

ছোটপর্দায় সবথেকে বেশি পারিশ্রমিক পান যে অভিনেত্রী

ছোটপর্দায় সবথেকে বেশি পারিশ্রমিক পান যে অভিনেত্রী

বিনোদন ডেস্ক : ‘সাইন অফ ইন্ডিয়া’ নামে আসন্ন একটি ডান্স রিয়েলিটি শো-য়ের বিচারক মনোনীত হয়েছেন বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন। সেখানেই প্রত্যেকটি এপিসোডের জন্য তার পারিশ্রমিক ১.২৫ কোটি রুপি নিধারণ করা হয়েছে। বলিউডে ছোটপর্দায় এই মুহূর্তে তিনিই সবথেকে বেশি পারিশ্রমিক পাচ্ছেন।

রবিনার ঘনিষ্ট লোক মারফত জানা গিয়েছে এই খবর। এই অনুষ্ঠানের সহ-বিচারক অভিনেতা গোবিন্দা, খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান।

এর আগেও ছোটপর্দায় ‘সাহেব বিবি গুলাম’, ছোটে মিঞা’, ‘কমেডি কা মহা মুকাবলা’, ‘সিম্পলি বাতে উইথ রবিনা’ প্রভৃতি অনুষ্ঠানে দেখা গিয়েছিল রবিনাকে। কিন্তু এই বিপুল পরিমান টাকা আগে কখনো কোনো শো-য়ের জন্য পান নি তিনি।

শিল্পা শেঠি, মাধুরী দীক্ষিতও এর আগে এইধরনের রিয়েলিটি শো-এ বিচারক হয়েছিলেন। সেক্ষেত্রে তাদের পারিশ্রমিক ছিল মাত্র ১ কোটি রুপি।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে