বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় এবং বিনয় দিয়ে খুব অল্প সময়ে শোবিজ অঙ্গনে জায়গা করে নিয়েছেন তিনি। সাফল্যের জোয়ারে ভাসা এই অভিনেত্রীর কাছে স্টারডম খুবই আপেক্ষিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন ‘পুষ্পা’খ্যাত নায়িকা।
রাশমিকা মান্দানা অভিনীত বেশিরভাগ সিনেমায় সুপার হিট। ‘অ্যানিমেল’ এবং ‘পুষ্পা ২: দ্য রুল’-এর মতো ছবির মাধ্যমে বিনোদন জগতে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টারডমের ব্যাখ্যা দিয়েছেন দারুণভাবে। সুপারস্টারডম অর্জনের চেয়ে তার কাছে গুরুত্বপূর্ণ মানুষের মুখে হাসি ফোটানো। তিনি যতই সাফল্যের চূড়ায় ওঠেন না কেন শিকড়কে কখনওই ভুলে যাবেন না তিনি।
রাশমিকা বলেন, ‘ নম্রতা কিংবা বিনয়ী হতে বাড়তি কোনও প্রচেষ্টার প্রয়োজন হয় না। আমরা যে সমস্ত জিনিস চাই, আমরা যা উপভোগ করি, এই সমস্ত বিলাসিতা এই মুহূর্তে আছে তো পরে নাও থাকতে পারে। এই চেতনাটা অভিনেত্রীকে শিকড়ের সঙ্গে জুড়ে রাখে।’
তার এই সাফল্যের জন্য তিনি পরিবার এবং বন্ধুদেরও কৃতিত্ব দিয়েছেন। তার শিক্ষার পেছনে রয়েছে পরিবার এবং বন্ধুদের অবদান।
উল্লেখ্য, রাশমিকা মান্দানার হাতে রয়েছে আসন্ন কয়েকটি সিনেমা। ‘ছাভা', ‘সিকান্দার’ এবং ‘থামা’ এবং তেলুগুতে ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘কুবের’। 'ছাভা' ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। তবে বাকি সিনেমার মুক্তির তারিখ এখনও জানা যায়নি।