বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৬:৫৩

নিজ দলের ক্রিকেটারদের চাঙ্গা রাখতে মাঠে সানি লিওন!

নিজ দলের ক্রিকেটারদের চাঙ্গা রাখতে মাঠে সানি লিওন!

বিনোদন ডেস্ক : তবে কি সিনে-জগৎ ছেড়ে এবার ক্রিকেট মাঠে আসছেন সানি লিওন! তবে সানি নিজে যে খুব ক্রিকেট দেখেন তা নয়৷কিন্তু তার পরেও তার মতি এখন ক্রিকেটের দিকে৷ তবে সানি ক্রিকেটে কোন রূপ নিয়ে আসছেন।সেটা সানিই ভালো জানেন।

চেন্নাইয়ে বক্স ক্রিকেট লীগের একটি ইভেন্টে হাজির হয়েছিলেন তিনি। এই লীগে খেলছে তার মালিকানাধীন দল ‘চেন্নাই সগার্স’। ক্রিকেট নিয়ে নিজের প্যাশনের কথা বললেও কখনো ক্রিকেট খেলেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে সানি বলেন, আমি যখন সেই ছোট্টটি তখন ফুটবল খেলতাম। এমনকি আমি পিং-পং টিমের একজন তালিকাভুক্ত খেলোয়ারও ছিলাম সেসময়। ছেলেবেলায় ক্রিকেট না খেললেও ভলিবল, বাস্কেটবলসহ বেশকিছু জনপ্রিয় খেলায় স্বানন্দ্যে অংশ নিয়েছি।

নিজের টিম নিয়ে সানি লিওন আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি চেন্নাই সগার্সকে ভালো দল হিসেবে দেখতে চাই। আশা করি বেশকিছু ম্যাচ জিতবো আমরা। আমি প্রতিটি খেলায় উপস্থিত থেকে খেলোয়ারদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখবো।

২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে