বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত ছবি ‘সিংহম রিটার্নস’-এর পর আবার নতুন এক ছবিতে অজয় দেবগণের সাথে জুটি বাঁধছেন বলিউড বেগম কারিনা কাপুর খান।
নির্মাতা মিলন লুথরিয়া পরিচালিত ‘বাদশাহো’ ছবিতে দেখা যাবে এই জুটিকে। তবে এ ছবিতে প্রথমে অজয় দেবগণের বিপরীতে শ্রুতি হাসান ও লিজা হেডনকে নেয়ার কথা ভেবেছিলেন পরিচালক। পরে সেখান থেকে সরে আসেন এবং চিত্রনাট্য বদল করে কারিনা কাপুরকে চুক্তিবদ্ধ করা হয়।
এ খবর নিশ্চিত করেছেন বিদ্যুৎ জামওয়াল। তিনি জানিয়েছেন, ছবিতে অজয় এবং কারিনার সঙ্গে তিনিও রয়েছেন।
ছবির গল্প প্রসঙ্গে জানানো হয়েছে, ‘বাদশাহো’র প্রেক্ষাপট রাজস্থান। ১৯৭৫ সালের জরুরি অবস্থাকে কেন্দ্র করে এ ছবিটি নির্মাণ করা হচ্ছে। আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাওয়ার কথা ‘বাদশাহো’র।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন