বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২৭:৫৫

আপনি যা চাইবেন, এখন থেকে সেটাই করবেন হৃত্বিক

আপনি যা চাইবেন, এখন থেকে সেটাই করবেন হৃত্বিক

বিনোদন ডেস্ক : আপনি কি বলিউডের কৃষখ্যাত অভিনেতা হৃত্বিক রোশনকে মুঠোবন্দি করতে চান? আপনি কি চাইছেন আপনি যা হৃত্বিকও ঠিক তাই তাই করুক? তাহলে শুরু করে দিন। খেলুন হৃত্বিককে নিয়ে যত খুশি তত।

কি ব্যাপার! অবাক হচ্ছেন? একদম অবাক হবেন না। ভুল কিছু নয়। এটাই সত্যি। এখন থেকে আপনি হৃত্বিককে মুঠোবন্দি করে নিজের মতো করেই তাকে চালাতে পারবেন। আর এ ব্যবস্থাটি করে দিয়েছে ‘নজারা গেম্‌স’। সম্প্রতি এই প্রতিষ্ঠানটির সাথে চুক্তি হয়েছে হৃত্বিক রোশন। আর এর বদৌলতেই হৃত্বিক পৌঁছে যাবে তার ফ্যানদের কাছে।

বর্তমানে বাচ্চাদের জীবনে মোবাইল গেম্‌সের বিরাট প্রভাব রয়েছে। সেটা মাথায় রেখেই এই উদ্যোগ নেয়া হয়েছে। হৃত্বিক বলেন, ‌‘আশা করি, ভক্তদের পাশাপাশি আমার দুই ছেলেও খুব পছন্দ করবে ব্যাপারটা’।

সেই সব গেম’এ ‘কৃষ’এর সুপারহিরো, ‘ধুম’এর বাইকার কিংবা ‘জোধা-আকবর’এর তলোয়ার-যোদ্ধা— সব রকমের অ্যাকশন-অবতারেই ধরা দেবেন হৃত্বিক। চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে চলেছে এই গেম।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে