বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০৩:৩৩

১৮ বছর পর নির্দোষ প্রমাণিত হলেন কিংবদন্তী দীলিপ কুমার

১৮ বছর পর নির্দোষ প্রমাণিত হলেন কিংবদন্তী দীলিপ কুমার

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৮ বছর পর নির্দোষ প্রমাণিত হলেন ভারতীয় কিংবদন্তী অভিনেতা দীলপ কুমার। কলকাতার এক কোম্পানির চেয়ারম্যান থাকাকালীন এক চেক বাউন্সের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত আদালতে যেতে হয় তাকে।  এ ঘটনার প্রায় দেড় দশক পর মুম্বাই কোর্ট সেই অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছেন।

জি কে একজিম প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার সাম্মানিক চেয়ারম্যান ছিলেন দিলীপকুমার। ১৯৯৮ সালে ওই কোম্পানির এক চেক বাউন্স করলে, পদের কারণেই অন্যান্যদের মতো তিনিও দোষী সাব্যস্ত হন।

দিলীপকুমারের স্ত্রী কিংবদন্তি অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন, শারীরিক অসুস্থতা সত্ত্বেও কোনওদিনই দিলীপ এ মামলা থেকে পালাতে চাননি। বরং ন্যায়বিচারের জন্য অপেক্ষা করেছেন। ৯৪ বছর বয়সেও আদালতে শুনানির জন্য হাজিরা দিয়েছেন তিনি। আদালতের এই সিদ্ধান্তে তাই স্বস্তির হাওয়া। সমস্ত ভক্তদের শুভকামনার জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে