বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২০:১৯

শাড়ি পড়ার জন্য সমালোচনায় পড়েছিলেন বিদ্যা বালান

শাড়ি পড়ার জন্য সমালোচনায় পড়েছিলেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক : বলিউডে একটা ট্রেন্ড রয়েছে বিবাহিত নায়িকাদের চাহিদা কম। অনেক নির্মাতাই বিবাহিত নায়িকাদের নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশও করেন না। তবে বিয়ের পর বিদ্যা বালানের উপর এমন কোন প্রভাব পড়েনি।

বিদ্যা বালানের মতে, ছবিতে একটু বেশি বয়সী নায়িকাকে দেখতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছেন দর্শকরা। সম্প্রতি এক সাক্ষাতকারে এই অভিমত জানিয়েছেন তিনি। বিদ্যা আরও জানিয়েছেন, ‘৩০ বছরের বেশি বয়সের অভিনেত্রীদেরও এখন আর কাজ পেতে সমস্যা হয় না। মনে হয়, দর্শক আরও পরিণত হয়েছেন।’
 
বদ্যিা বলান অল্পবয়স থেকেই শাড়ি পরেন। এজন্য তাকে নানা সময় নানা ধরণের মন্তব্য হজম করতে হয়েছে। কিন্তু কোনো সমালোচনাই তিনি গায়ে মাখেননি। সেজন্য অল্পবয়সীদের জন্য বিদ্যার পরামর্শ, ‘কখনো অন্যের কথায় কান দিও না।’
 
২০১২ সালের ডিসেম্বরে সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করে সংসার শুরু করেন বলিউডের জনপ্রিয় এই তারকা। প্রথম ছবি ‘পরিণীতা’ দিয়েই সবাইকে নিজের জাত চিনিয়েছিলেন বিদ্যা।

এরপর ‘পা’ ছবিতে প্রোজেরিয়া আক্রান্ত অমিতাভের মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছবিতে অসাধারণ অভিনয়ের সুবাদে প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর স্টার স্ক্রিন পুরস্কার পান।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে