বিনোদন ডেস্ক : কথা ছিল ভালোবাসা দিবসে ‘ভালোবাসি বলে’ নিয়ে আসবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান সাউন্ডটেক-এর ব্যানারে তার এ অ্যালবামটি প্রকাশ পাওয়ার কথা ছিল। কিন্তু সেটি আর হল না।
এদিকে ন্যান্সির ভক্তরাও অধির আগ্রহে ছিলেন অনেকদিন পর তারা তাদের প্রিয় শিল্পীর অ্যালবাম পাবেন সে-ও আবার ভালোবাসা দিবসে। কিন্তু অ্যালবামটি না আসায় তার ভক্তরা আশাহত হয়েছে।
জানা গেছে ‘ভালোবাসি বলে’ অ্যালবামটি ছিল ন্যান্সির চতুর্থ একক অ্যালবাম। এ অ্যালবামের সব ক’টি গান লিখেছেন আহমেদ রিজভী। আর সুর ও সংগীত করেছেন মান্নান মোহাম্মদ, নাজির মাহমুদ, শফিক তুহিন ও মুশফিক লিটু।
এদিকে ন্যান্সি বেশ তাড়াহুড়ো করে অ্যালবামটির জন্য ফটোশুটও করেছিলেন চন্দন রায় চৌধুরীর কাছে। তার থেকে দু-একটি ছবিও প্রকাশ পায়। ছবিতে অন্যরকম গ্ল্যামারাস ন্যান্সিকেই আবিষ্কার করা গেছে। যারাই দেখেছেন প্রশংসা করেছেন।
এ বিষয়ে ন্যান্সি বলেন, অ্যালবাম কেন রিলিজ হয়নি সেটা সাউন্ডটেক বলতে পারবে। কারণ আমার দিক থেকে আমি সব কাজ শেষ করেছিলাম। ফটোশুটও করেছিলাম কাভারের জন্য। ভক্ত-শ্রোতারা আমাকেও জিজ্ঞেস করছেন অ্যালবামটি প্রকাশ বিষয়ে। আমি নিজেও অপেক্ষা করছি অ্যালবামটির জন্য। তবে আমি শুনেছি বিভিন্ন টেকনিক্যাল ঝামেলা ছিল। তাই আগামী কয়েক দিনের মধ্যেই অ্যালবামটি বাজারে ছাড়া হবে।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন