বিনোদন ডেস্ক : তিন বছর কারাভোগের পর আগামীকাল জেল থেকে মুক্তি পেতে যাচ্ছেন বলিউডের সুপারস্টার মুন্না ভাইখ্যাত সঞ্জয় দত্ত। তার মুক্তিকে ঘিরে মিডিয়া কর্মীরা যেমন সরব তেমনিভাবে তার ভক্ত অনুরাগিরাও বেশ উচ্ছ্বসিত।
এদিকে সঞ্জয়ের মুক্তির আনন্দে জেলগেটে তার ভক্ত অনুরাগিদের ঢল নামতে পারে বলেই মনে করছেন জেল কর্তৃপক্ষ। অার তাই তার মুক্তির বিষয়টি কিছুটা গোপনীয় রাখার চেষ্টা করা হচ্ছে।
তবে সঞ্জয় দত্ত জেলখানা থেকে বের হয়ে সর্বপ্রথমই যাবেন তার মায়ের কবরে, এমনটাই ইচ্ছে প্রকাশ করেছেন এই সুপারস্টার।
সঞ্জয়ের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, ২৫ ফেব্রূয়ারি সকাল ৯ টার মধ্যে জেল থেকে ছাড়া পাবেন সঞ্জয়। এসময় জেলখানার বাইরে তার জন্য অপেক্ষা করবেন তার স্ত্রী মান্যতা, এবং তার দুই সন্তান ইকরা ও শরণ। এসময় নাকি মিডিয়া কিংবা তাকে স্বাগত জানাতে আসা উপস্থিত ভক্ত অনুরাগীদের সঙ্গেও দেখা করবেন না তিনি। বরং পুনে থেকে মুম্বাইয়ের ফ্লাইট ধরে সোজা চলে যাবেন মায়ের কবরের কাছে।
হ্যাঁ। জেল থেকেই বের হয়েই তিনি যাবেন সিদ্ধিবিনায়েক মন্দিরে। সেখানে গণেশ পূজা দেয়ার পর সোজা চলে যাবেন মা নার্গিসের কবরের কাছে। সেখানে কিছু সময় কাটিয়ে ফিরবেন মুম্বাইয়ের বাসায়।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন