বিনোদন ডেস্ক : ভারতের টেলি সিরিয়ালের অভিনেতা পঙ্কজ শর্মা। যিনি টেলি দুনিয়ায় ববি ডার্লিং নামেই জনপ্রিয়। এই অভিনেতা পুরুষ থেকে নারী হয়েছেন চিকিৎসার মাধ্যমে। বর্তমানে তার নাম পাখি। আর এই পাখি অনেক টালবাহানার পর এবার সত্যি সত্যি বিয়ে করেছেন।
সম্প্রতি পাখি তথা ববি ডার্লিং ভারতের ভোপালের ব্যবসায়ী রামনায়েক শর্মাকে বিয়ে করেছেন। তবে রামনায়েক ববির থেকে ১৫ বছরের ছোট।
ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু হাজির ছিলেন তাদের রেজিস্ট্রির অনুষ্ঠানে। বিয়ে করার আগে এই খবর গোপন রাখতে চেয়েছিলেন তিনি। বিয়ের পর যুগলের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ববি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনারা আমাদের আশীর্বাদ করুন। দেখবেন যেন নজর না লাগে।’
ববির বিয়েতে খুশি হিন্দি টেলি জগতের নক্ষত্ররা। বিভিন্ন মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সকলে।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন