বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৫৫:০৪

শাহরুখ খানের বাংলা বক্তৃতায় মুগ্ধ কোটি কোটি বাঙালি প্রাণ

শাহরুখ খানের বাংলা বক্তৃতায় মুগ্ধ কোটি কোটি বাঙালি প্রাণ

বিনোদন ডেস্ক : বলিউডের বাদশা শাহরুখ খান। বিশ্ব বিখ্যাত তারকাদেরও একজন তিনি। সারা বিশ্বে কোটি কোটি ভক্ত তার। বয়স তার ৫০ পেরোলেও এখনও তিনি ধরে রেখেছেন কার তারুণ্য। তাহলে নিঃসন্দেহে শাহরুখ খানকে বলা যায় তিনি একজন মহা তারকা?

আর এতা বড় একজন তারকা যে কোন অনুষ্ঠানের অতিথি হবেন, এটা তো সবাই চাইবেন। তবে সে অনুষ্ঠান যদি বাংলার হয়? আর সেখানে যদি শোনা যায় তার কণ্ঠে বাংলা? তাহলে কতটা ভালো লাগবে, একবার ভাবুন তো?

ভাবছেন এটা গাল-গপ্প? না। এটাই সত্যি। আর তা ঘটেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। সঙ্গে ছিলেন মমতা ব্যানার্জি, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, প্রসেনজিত, ঐশ্বরিয়া রায় বচ্চন, অভিষেক বচ্চন সহ আরও অনেকে।

এ অনুষ্ঠারে এর আগেও এসেছেন তিনি। তখন কথা দিয়েছিলেন আবার এলে বাংলায় কথা বলবেন তিনি। তাই সেই কথা রাখলেনও। প্রথমে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন যদি বাংলা ভুল বলেন তার জন্য। কিন্তু পরে শুদ্ধ বাংলায় বক্তৃতা দেন বলিউড কিং খান।

এদিকে এতো বড় একজন তারকার মুখে এতো সুন্দর করে বাংলা উচ্চারণ শুনে উপস্থি সকলেই বাংলার প্রতি আরও একবার শ্রদ্ধায় জল ফেলেন। হাততালি দিয়ে মহা-তারকা শাহরুখ খানকে স্বাগত জানান।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে