বিনোদন ডেস্ক : এর আগে একবার বাংলাদেশের অভিনেত্রী প্রসূন আজদের বিয়ে নিয়ে ভুল খবর প্রকাশ করেছিল কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দ বাজার পত্রিকা। আর এবার তারা দাবী করলেন আশনা হাবিব ভাবনা নাকি বিবাহিত!
কিন্তু প্রভাবশালী একটি পত্রিকা কিভাবে এমন ভুল খবর প্রকাশ করতে পারেন! তা নিয়ে বেশ সমালোচনা চলছে বাংলাদেশের মিডিয়াঙ্গনে। এর আগে বিয়ে নিয়ে ভুল খবর প্রকাশ করায় পত্রিকাটির প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রসূন আজাদ। এবার ভাবনায় ঝারলেন ক্ষোভ।
এদিকে ভাবনা শুধু বিবাহিত শুধু এমনটা বলেছেন তাও নয়। সেখানে ভাবনার স্বামীর কথাও উল্ল্যেখ করেছে। একটি খবরের কিছু অংশে পত্রিকাটি লিখেছে, 'বেলাশেষে' দেখার পর নাকি ভাবনার স্বামীর সঙ্গে সম্পর্ক বদলে গেছে। এটি আবার ভাবনা বলেছেন বলে কোট করে দিয়েছে।
সংবাদটি দেখার পর ভাবনা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তার ফেসবুকে লিখেছেন,'এটি কোন ধরণের সাংবাদিকতা? তাও আবার আনন্দবাজারের মতো পত্রিকা। আমি আনন্দবাজারের কোন সাংবাদিককে চিনিও না, কথাও হয় নাই। এটা কিভাবে নিউজ করে কারো সম্পর্কে কিছু না জেনে। আমি অনুরোধ করছি নিউজটি সংশোধন করার জন্য'।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন