বিনোদন ডেস্ক : মঞ্চে গানের সঙ্গে নেচে শ্রোতাদের মাতিয়ে তুলেছিল, এমন সময় ব্যথায় কুঁকড়ে ওঠেন জনপ্রিয় গায়ক সনু নিগম। আচমকা অসুস্থ হয়ে পড়ে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি কনসার্ট থেকে বেরিয়ে আসেন। এমনকি তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলার সময় তিনি কেঁদেও ফেলেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে পুণে গিয়েছিলেন গায়ক সনু নিগম।
নীল স্যুট, সাদা শার্ট, চোখে চশমা পরে একের পর এক জনপ্রিয় গান শোনাচ্ছিলেন তিনি। এমন সময় হঠাৎই ব্যথা অনুভব করেন। প্রথমে তিনি ভাবেন, তার পেশিতে টান ধরেছে। পিঠের ব্যথাকে প্রাথমিকভাবে পাত্তা দিতেই চাননি।
কিন্তু শেষ পর্যন্ত আর গান গাইতে পারেননি। নেমে যান মঞ্চ থেকে। মঞ্চ থেকে থেমে কোমর-পা টেনে মালিশ করার চেষ্টা করেন, কিন্তু কোনো কাজ হয়নি। আপাতত শয্যাশায়ী গায়ক।
নিজের শয্যাশায়ী একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন অসহ্য যন্ত্রণার খবর। সনু বলেন, অনেক কষ্ট করে বেঁচে আছি। দিনটা দুঃস্বপ্নের মতো কাটল। গান গাওয়ার সময় নাচানাচি করতে হয়। আমি ভাবলাম তেমনই কোনো খিঁচুনি ধরেছে। যদিও সামলে নিয়েছি। দর্শকের প্রত্যাশা- আমার থেকে অনেকটা বেশি সেই তাদের নিরাশ করতে চাই না।
যন্ত্রণা যে অসহনীয় ছিল, সেটা সনুর পোস্ট করা ভিডিও থেকে বোঝা যাচ্ছে। গায়ক বলেন, ‘মনে হচ্ছিল শিরদাঁড়ায় যেন সূচ বিঁধে রয়েছে। একটু নড়াচড়া করলে মনে হচ্ছে, সেটা আরো গভীরে প্রবেশ করবে।’
সনু নিগম ভারতের জনপ্রিয় একজন গায়ক। জাদুকরী সুরেলা কণ্ঠে মাত করেছেন বলিউড। মূলত হিন্দিতে ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। এ ছাড়া কন্নড়, ওড়িয়া, বাংলা, গুজরাটি, তামিল, তেলুগু, মারাঠি, নেপালি, মালয়ালাম, কন্নড়, ভোজপুরি এবং অন্য একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন।