বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:০২:০৫

ছেলেটি মৃত্যুর আগে বিয়ে করতে চায় সানি লিওনকে!

ছেলেটি মৃত্যুর আগে বিয়ে করতে চায় সানি লিওনকে!

বিনোদন ডেস্ক : ছেলেটি মারা যাবে। তা সে নিশ্চত জানে। তার জীবনকাল আর বেশি নয়। কিন্তু তার খুব ইচ্ছে মৃত্যুর আগে সানি লিওনকে বিয়ে করবেন তিনি। ভাবুন এ কি সম্ভব! মৃত্যু পথযাত্রী একটি ছেলে চাইলেন আর সানি লিওন তাকে বিয়ে করবেন?

ব্যাপারটা ঠিক এখানেই। সানিও না কেরন নি। সেই মৃত্যু পথযাত্রী ছেলেটিকে সানি বিয়ে করেছেন! সে কি কাণ্ড! ভাবছেন এমনই তো? ঘাবড়াবেন না। এটি বাস্তব কোন ঘটনা নয়। ধুমপান বিরোধী ক্যাম্পেইনের জন্য নির্মিত একটি শর্টফ্লিমে দেখা যাবে এমন দৃশ্য।

হ্যাঁ। ২৩ ফেব্রুয়ারি ইউটিউবে রিলিজ হয়েছে মাত্র চার মিনিট ৩৯ সেকেন্ডসের একটি শর্টফিল্ম। যেখানে একজন ধূমপানে আসক্ত মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছে নিয়ে গল্প নির্মাণ করা হয়েছে। তার জীবনের শেষ এগারো মিনিট নিয়ে ধূমপান বিরোধী এই ক্যাম্পেইনে প্রথমবার অলক নাথ এবং দীপক দুব্রিয়ালের সঙ্গে একসঙ্গে অভিনয় করলেন সানি লিওন। বিভু পুরির পরিচালনায় অসাধারণ এই কাজটি দেখে নিতে পারেন এখানে।    

উল্লেখ্য, ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সিজন পাঁচের মধ্য দিয়ে বলিউডে জায়গা করে নেন ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে