বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৪৯:২৪

ক্রিকেট দলের মালিক এখন সানি লিওন!

 ক্রিকেট দলের মালিক এখন সানি লিওন!

বিনোদন ডেস্ক : সানি লিওনের 'মাস্তিজাদে' হয়তো বক্স অফিসে আলোড়ন তৈরি করতে পারেনি।  কিন্তু সানির নামের মাঝে একটা আলাদা আবেদন আছে।  

সেই আবেদনে এবার বক্স ক্রিকেট লিগে চেন্নাই সোয়াগার্সরায়।  একটি ক্রিকেট দলের মালিক এখন সানি লিওন।  চেন্নাইয়ের এই দলটি দ্বিতীয়বারের মতো খেলবে বক্স ক্রিকেট লিগে।  

এটা একতা কাপুরের রিয়েলিটি শো ক্রিকেট টুর্নামেন্ট।  যেখানে খেলবেন টেলিভিশন জগতের নামিদামি অভিনেতারা।

গতবার চেন্নাই দল একদম ভালো করতে পারেনি।  এবার মালিকানা বদলে যাওয়ায় সানি লিওনের নামের যাদুতে জেগে উঠবে দলটি! দলকে প্রেরণা জোগানোর কাজটি যে তারা জানা।  

সানি অবশ্য খুব আশাবাদী, চেন্নাই সোয়াগার্স জেগে উঠবে।  কিছু খেলা জিতবে।  পরিকল্পনা যতো সম্ভব ম্যাচ জেতা।  খেলোয়াড়দের উজ্জীবিত করতে ও তাদের চিয়ার করতে দারুণ লাগবে।  

রাগিয়ে তুলে মাঠে জয়ের জন্য পাঠানোর মজাটাই আলাদা হবে! তার দলে আছেন ছোটো পর্দার বড় নাম রিতিক ধনঞ্জনি, মৌনি রয়, সংগ্রাম সিংরা। প্রত্যেক খেলোয়াড়কে এর মধ্যে নিজের পছন্দমতো একটা করে নাম দিয়ে দিয়েছেন সানি লিওন।  এবার তো চেন্নাইকে ভালো করতেই হবে।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে