সীমান্ত প্রধান : তারকাদের কত রকমই না পাগল ভক্ত থাকেন। নানা কিসিমের মানুষ। নানা কিসেমর চাওয়া তাদের। তাই বলে তার প্রিয় তারকার কাছে যাচ্ছে তাই আবদার! এ আবার কেমন ভক্তরে বাবা?
বুঝলেন না! তাহলে একটু খুলেই বলি। বলিউডের শাহেন শাহ আমিতাভ বচ্চনের এক পাগল ভক্ত তার কাছে আবদার করেছেন একটি সেলফি চেয়ে। ভাবছেন এ আবার তেমন পাগলামির কি? আরে মহাশয় থামুন। এখনও শেষ করি নি। ব্যাপারটা এখানে হলে তো ল্যাঠা চুকেই যেত। কিন্তু জল গড়িয়েছে ভিন্ন দিকে। মানে! তাহলে শুনুন।
এক ভক্ত অমিতাভ বচ্চনকে বলেছেন, ‘বাথরুমে গিয়ে একটি সেলফি তুলন। সে সেলফিটি আমাকে দিন'! ভক্তের এমন আবাদার শুনে কি করবেন অমিতাভ? হুম, শাহেন শাহ তো এমন আবাদারে রেগে-মেগে একেবারেই আগুন।
ভক্তেরা অনেক সময়ই তারকাদের ব্যাপারে নানা কথা জানতে চান। তারকারাও নিজেদের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। কিন্তু তাই বলে এমন ভয়ংকর সেলফি তোলার প্রস্তাব! এবার ভাবুন তো বাপরখানা কেমন?
অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, ‘কেউ কীভাবে এটা ভাবতে পারে? এ তো পাগলামির লক্ষণ’। তবে সেই ভক্তকে উপদেশ দিয়েছেন বিগ-বি, এমন ইচ্ছে যেন আর না প্রকাশ করেন তিনি!
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন