বিনোদন ডেস্ক : দীপিকা আর রণবীর সিংকে জুটি করে সঞ্জয় লীলা বানশালী প্রথম নির্মাণ করেছিলেন ‘রামলীলা’। ছবিটি বক্স অফিসে বেশ আলোচিত হয়েছে। ব্যবসাও করেছে চমৎকার।
সেই ধারবাহিকতায় একই জুটিকে নিয়ে সঞ্জয় নির্মাণ করেন ‘বাজিরাও মস্তানি’। এটিও বক্স অফিস হিট ছবি। অর্থাৎ দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন রণবীর ও দীপিকা জুটিকে। আর তাই এই জুটিকে নিয়ে নতুন করে আবারও ভাবতে শুরু করেছেন নির্মাতা সঞ্জয় লীলা বানশালী।
শোনা যাচ্ছে, বানশালীর নতুন আরেকটি ছবিতে রণবীর ও দীপিকাকে দেখা যাবে। এ খবর এখন পুরো বলিউডজুড়েই চাউর হচ্ছে। বলা হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে সঞ্জয় তার নতুন ছবি বানাবেন। আর এখানে মূল ভূমিকায় থাকবেন রণবীর ও দীপিকা।
আর ছবিটি নাকি হবে পুরোপুরিই প্রেমের ছবি। তবে ছবিটির শুটিং নাকি ইউরোপে হবে। তবে দেখার বিষয় কবে নাগাদ সঞ্জয় লীলা বানশালী তার এই নতুন মিশন শুরু করেন।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন