বিনোদন ডেস্ক : দক্ষিণের মেগাস্টার রজনীকান্তের বয়স এখন ৬৫ বছর। তবুও তার আবেদন এখনও ফুরিয়ে যায় নি। বরং বর্তমান সময়কার সুপারস্টারদের চেয়েও তার আবেদন আরও অনেক অনেক গুণ বেশি।
সম্প্রতি তিনি ব্যস্ত ছিলেন তার নতুন ছবি ‘কাবিল’ এর শুটিং নিয়ে। ছবিটির শুটিং হচ্ছিল মালয়েশিয়াতে। সেখানেই তিনি শুটিংয়ে অসুস্থ হয়ে পরেন। অসুস্থ হওয়ার পর তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
এদিকে সোমবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে গেলে সেখানকার চিকিৎসক তাকে টানা এক সপ্তাহ ঘরে বসে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।
একটি সূত্র জানায়, ছবির মালয়েশিয়া অংশের শুটিং থেকে ফিরে তিনি মেয়ের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান। তার জন্য হাসপাতালে একটি বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করা হয়। যেদিন ভর্তি হন, সেদিন সন্ধ্যায়ই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়; কিন্তু চিকিৎসক জানিয়েছেন, তাকে অন্তত সাত দিন বিশ্রাম নিতে হবে।
এদিকে দিনকয়েক পরেই নির্মাতা শংকরের ব্লগবাস্টার তামিল ছবি ‘এনথিরান’-এর সিকুয়ালের শুটিংয়ে অংশ নিতে হবে রজনীকান্তকে। এ ছবিতে তার সঙ্গে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকেও দেখা যাবে। এটি অক্ষয়ের প্রথম তামিল ভাষার ছবি।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন