বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:২৬:১০

এবার জমবে বেশ মাহি ও সজলের প্রেম

এবার জমবে বেশ মাহি ও সজলের প্রেম

বিনোদন ডেস্ক : বড়পর্দার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি আর ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজল এবার এক সাথে হাজির হতে যাচ্ছেন বড়পর্দায় ‌‘হারজিত’ শিরোনামের একটি চলচ্চিত্রের মাধ্যমে।

কাশেম আলী দুলালের লেখা কাহিনীতে ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিটিতে সম্প্রতি তারা চুক্তিবদ্ধ হয়েছেন।  নিউ জেন ইন্টারটেইনমেন্ট ও অভি কথাচিত্রের ব্যানারের এ ছবিটি আগামী মে মাস থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

মাহির সাথে জুটি গড়া সম্পর্কে সজল জানিয়েছেন, প্রেম সংঘাত এর ছবি এটি। গল্প শুনইে আমার খুব ভালো লেগেছে। আমার ও মাহির এ ছবিটি সকলে পছন্দ করবে বলে আশা করছি।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে