বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী চলচ্চিত্রে কি আবারও নিয়মিত হবে নাকি হবেন না? এ নিয়ে তিনি সিদ্ধান্তহীনতায় ভোগছেন। বর্তমানে তিনি স্বামী, সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই চলচ্চিত্রে ফেরা না ফেরা নিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারছেন না।
এদিকে বর্তমানে শাবনূরের হাতে মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের একটি ছবি রয়েছে। ইতোমধ্যে তিনি এই ছবির পাণ্ডুলিপি পড়েছেন। এটি তার ভালোও লেগেছে। কিন্ত সিদ্ধান্তহীনতার কারণে ছবিতে তিনি চুক্তিবদ্ধ হতে পারছেন না।
এ ছাড়া সম্প্রতি তিনি দুটি সরকারি অনুদানের এবং দুটি বাণিজ্যিক ঘরানার ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। তবে এই ছবিগুলোতে তার অভিনয়ের আগ্রহ নেই বলে জানা গেছে।
শাবনূর জানিয়েছেন, 'চলচ্চিত্রে অভিনয় করার জন্য লম্বা সময় ও পরিকল্পনা করে কাজ করতে হয়। আর এই যথাযথ পরিকল্পনা ও সময়টা বের করা আমার জন্য এই মুহূর্তে একটা কঠিন ব্যাপার। তাই একজনকে সিডিউল দিয়ে তার শুটিং পণ্ড করার মানুষ আমি নই। এজন্য মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবিতে চুক্তিবদ্ধ হব কিনা তা নিয়ে সীদ্ধান্তহীনতার মধ্যে রয়েছি।
তবে শাবনূর জানিয়েছেন চলচ্চিত্রে ফেরার ইচ্ছে তার আছে। তবে এখন থেকে যেনতেন বাজেট, গল্প ও অদক্ষ নির্মাতাদের সঙ্গে কাজ করার ইচ্ছে নেই তার।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন