বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১৬:১৮

আমি সন্ত্রাসী নই : সঞ্জয় দত্ত

আমি সন্ত্রাসী নই : সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক : ৪ বছর ৩ মাস ১৪ দিন কারাভোগের পর আজ বৃহস্পতিবার পুনের কারাগার থেকে মুক্ত হন বলিউডের সুপারস্টার মুন্নাভাইখ্যাত সঞ্জয় দত্ত। জেল থেকে বের হয়েই তিনি হয়েছিলেন সাংবাদিকদের মুখোমুখি।

এসময় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সঞ্জয় দত্ত বলেছেন, ‘আজ বাবাকে খুব মিস করছি। বেঁচে থাকাকালীন উনি বলেছিলেন, আমি সন্ত্রাসবাদী নই। আজও নিশ্চয়ই সে কথাই বলতেন’।

সঞ্জয় দত্ত এর সাথে আরও বলেন, ‘ভারত আমার মাতৃভূমি। আমি এখানে জন্মেছি, এখানেই মরব। ভারতীয় হিসেবে আমি গর্বিত। আমি সন্ত্রাসবাদী নই। সুপ্রিম কোর্টও সে কথা বলেছে’।

পরিবারের প্রসঙ্গে সঞ্জয়ের মন্তব্য, ‘কঠিন সময়ে আমার পরিবার আমার পাশে ছিল। মান্যতা আমার শক্তি। ও আমার বেটার হাফ নয়, বেস্ট হাফ’।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে