বিনোদন ডেস্ক : ‘কফি উইথ করণ’-এ কারিনা কাপুর এসে সবার সামনেই তার ভাই রণবীর কাপুর ও ক্যাটরিনার কাইফের সম্পর্কের কথা ফাঁস করেছিলেন। এখানে ক্যাটরিনাকে নিজের ভাবি বলেও সম্বোধন করেছিলেন কারিনা কাপুর।
এদিকে সম্প্রতি ক্যাটের সাথে রণবীরের ব্রেকআপ হয়ে গেছে। আর এ নিয়ে বলিউড বেগম কারিনা কাপুর খান কি কিছুই বলবেন না? এ কি হয়? না হয় না, আর তাই তো কারিনাও তাদের ব্রেকআপ নিয়ে কিছু বললেন।
সম্প্রতি একটি টক শো-তে এ ব্যাপারে কারিনাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন ‘রণবীর আমার সঙ্গে এ ব্যাপারে আগেই কথা বলেছে। কিন্তু এটা ওর ব্যক্তিগত ব্যাপার। তাই আমি এ নিয়ে মিডিয়ার সামনে কিছু বলতে পারবো না। আমি আমার ভাইকে খুব ভালোবাসি। এবং সব সময় ওর পাশে থাকবো। জীবনে যা কিছু ভাল ও যেন তার সবটাই পায়’।
রণবীর-ক্যাটের ব্রেক আপের ব্যাপারে নিজের মতামত না জানালেও ভাইয়ের সম্পর্কের টানাপড়েনের খবর যে তার কাছে আগে থেকেই ছিল সেটা স্পষ্ট করে দিলেন কারিনা কাপুর খান। তার মানে তাদের ব্রেকআপের খবর কারিনা আগের থেকেই জানতেন?
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন