বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৫:৩৩

‘সত্তা’র জন্য আবারও ঢাকায় এলেন পাওলি দাম

‘সত্তা’র জন্য আবারও ঢাকায় এলেন পাওলি দাম

বিনোদন ডেস্ক : আবারও ঢাকা এসেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। তিনি বুধবার ঢাকায় এসে পৌঁছেছেন তার ‌‘সত্তা’ ছবির শুটিং এ অংশ নিতে। এর আগে তিনি এ ছবির শুটিং এর জন্য আরও দু’বার ঢাকায় এসেছিলেন। এ ছবিতে তার নায়ক ঢাকাই ছবির কিং শাকিব খান।

হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ ছবিটি ২০১৪ সালের ১৬ নভেম্বর ঢাকার এফডিসিতে দৃশ্য ধারণের মাধ্যমে শুরু হয়েছিলো। তবে শাকিব খান ও পাওলির শিডিউল জটিলতায় প্রায় এক বছর ছবির শুটিং বন্ধ থাকে।

এদিকে ঢাকা এসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে সোজা কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন পাওলি। সেখানে ছবির কয়েকটি দৃশ্য ধারণ করা হয়। এছাড়া আজ বৃহস্পতিবার দুপুর থেকে এফডিসিতে শুটিংয়ে অংশ নেন পাওলি।

নির্মাতা হাসিবুর রেজা কল্লোল জানিয়েছেন, ‘আগামী দুদিন এফডিসিতে ছবির কিছু দৃশ্যধারণ করা হবে। এতে পাওলির পাশাপাশি শাকিব খানও থাকবেন। তবে যাত্রায় ছবির পুরো কাজ শেষ হবে না।’
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে