বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৪৭:৩৩

অবশেষে আনুশকার দিকেই কাদা ছুড়লেন বিরাট!

অবশেষে আনুশকার দিকেই কাদা ছুড়লেন বিরাট!

বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম বিচ্ছেদ নিয়ে জল্পনার শেষ নেই ভক্ত মহলে। কি কারণে তাদের প্রেম ভেঙেছে এবং সেই কারণটি কে সৃষ্টি করেছে এই বিষয়ে সবারই জানা রয়েছে। তবে এই জুটির মাঝে দীর্ঘদিনে প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছে এতে কোনো সন্ধেহ নেই। এবার এমনই কথা শোনা গেলো বিরাটের মুখে।

সম্প্রতি এশিয়া কাপ খেলতে বাংলাদেশে রয়েছেন বিরাট কোহলি। দেশ ছাড়ার আগে তিনি ভারতের মুম্বাইতে একটি পার্টিতে আনুশকা সম্পর্কে মন্তব্য করে ফের আলোচনার পালে হাওয়া যোগালেন। ব্রেকআপের পর দুই বিখ্যাত সেলিব্রিটির সম্পর্ক ঘিরে যে ধরনের মন্তব্য শুরু হয়েছে তাতে ক্রমেই যেন নোংরামির পর্যায়ে যাচ্ছিল। এশিয়া কাপ খেলতে আসার আগে মুম্বাইতে বিরাত বলেন, 'অনুস্কাকে ‘কন্ট্রোলিং গার্লফ্রেন্ড’।

এমনকি, পার্টিতে বিরাট যেভাবে নিজেকে ‘সিঙ্গল’বলে বারবার অন্য মহিলাদের সঙ্গে ডান্স ফ্লোরে যাওয়ার আবদার করছিলেন তাতে সেখানে উপস্থিত অনেকেই হতবাক হয়ে যান। যদিও, বিরাটের ‘কন্ট্রোলিং গার্লফ্রেন্ড’ মন্তব্যে অানুশকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে