বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫২:৪৮

লুলিয়াকে নিয়ে হঠাৎ দুবাইয়ে সালমান!

লুলিয়াকে নিয়ে হঠাৎ দুবাইয়ে সালমান!

বিনোদন ডেস্ক : রোমানিয়ান মডেল ও অভিনেত্রী লুলিয়া ভানতুরের সঙ্গে তার সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি বলিউড কাঁপানো অভিনেতা সালমান খান।  

তাদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা তা জানতে সালমানের ভক্তদের মাঝে উন্মাদনার শেষ নেই।  এ নিয়ে তিনি স্বীকার করুক অার নাইবা করুক, সালমানকে কিন্তু প্রায় সময়ই কথিত প্রেমিকা লুলিয়ার সঙ্গে দেখা যায়।

সম্প্রতি জানা যায়, লুলিয়া নাকি সালমান খানের সঙ্গে তার মুভির সেটেও আসা যাওয়া করছেন।  এবার ঘটলো একেবারে অন্যরকম ঘটনা।  মিডিয়ার চোখকে ফাঁকি দিতে পারলেন না তারা।  

দুজনকে একত্রে দুবাইয়ে সময় কাটাতে দেখা গেছে।  তবে ইনস্টাগ্রামে পাওয়া একটি ছবিতে সালমানকে পরিষ্কার বোঝা গেলেও তার সঙ্গের মেয়েটি লুলিয়া কিনা তা স্পষ্ট নয়।  অবশ্য শারীরিক গঠন দেখে মেয়েটি যে লুলিয়া তা-ই ধারণা কারো কারো।  খবর : টাইমস অব ইন্ডিয়ার
২৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে