বিনোদন ডেস্ক : এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী শাবনূর। দীর্ঘদিন অভিনয়ে না থাকলেও দর্শক হৃদয়ে ঠিকই আছেন তিনি। তাকে নিয়ে দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই।
স্বামী-সংসার নিয়ে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন শাবনূর। মাস দুয়েক আগে দেশে এসেছেন তিনি। সময় কাটছে তার অবসরে। মাঝে মধ্যে আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ রক্ষা করছেন তিনি। কিন্তু তিনি যে একেবারে পাল্টে গেছেন এ ধারণা নেই ভক্তদের।
সম্প্রতি ছটকু আহমেদের নিমন্ত্রণে তার মেয়ের বিয়েতে গিয়েছিলেন শাবনূর। বিয়েতে শাবনূরকে দেখে আগত অতিথিরা একেবারে চমকে যান! আপাদমস্তক মুখ ঢেকে নিমন্ত্রণে আসেন শাবনূর। তাকে যেন চেনাই যায় না।
অনেকে বলছেন, এক সময়ের আলোচিত অভিনেত্রী শাবানাকে অনুসরণ করছেন তিনি। মানুষ পাল্টাতে সময় লাগে না। সবকিছু তার মর্জির ওপর নির্ভর করে। তবে কি আবারো নিয়মিত হবেন শাবনূর? এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তিনি। স্বামী, সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন শাবনূর।
সম্প্রতি তিনি দুটি সরকারি অনুদানের এবং দুটি বাণিজ্যিক ঘরানার ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। তবে ছবিগুলোতে তার অভিনয়ের আগ্রহ নেই বলেও জানা গেছে।
শাবনূর জানিয়েছেন, চলচ্চিত্রে অভিনয় করার জন্য লম্বা সময় ও পরিকল্পনা করে কাজ করতে হয়। এ মুহূর্তে একটা কঠিন ব্যাপার। কাউকে সিডিউল দিয়ে তার শুটিং পণ্ড করার মানুষ আমি নই।
২৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম