বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেতা, অভিনেত্রীদের বিলাসবহুল জীবনযাপন দেখে তাদের পারিশ্রমিক কত বা বছরের মোট আয় কত তা জানার কৌতুহল অনেকের মাঝেই জাগ্রত হয়ে থাকে! অবশ্য তাদের অনেকেরই পারিশ্রমিকের অংকটা এতো বেশি যা শোনারন পর হয়তোবা আপনি বিশ্বাসই করতে পারবেন। এ কথাও বলা যেতে পারে আপনার চোখ রীতিমতো কপালে ওঠার অবাস্থা হবে।
অবশ্য বলিউডের হিরোরা এ ব্যাপারে সব সময়ই একধাপ এগিয়ে থাকেন। তবে নায়িকারাও এবিষয়ে মোটেও কম এগিয়ে নেই। ইদানিং বলিউড অভিনেত্রীদের অনেকেই পারিশ্রমিকের অংক বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। আর তাদের মধ্যে সবার প্রথমে রয়েছেন বোধহয় ‘কুইন’-খ্যাত কঙ্গনাই। বলিউডের একটি সূত্র জানাচ্ছে, সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাওয়া কঙ্গনা পারিশ্রমিক নিচ্ছেন ছবি পিছু ১১ কোটি টাকা!
এর সঙ্গেই নাকি বলিউডে ‘সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের’ তালিকায় ঢুকে পড়েছেন তিনি। এ ছাড়া একাধিক বিজ্ঞাপন রয়েছে তার। শোনা যায়, বিজ্ঞাপনের ক্ষেত্রে দিনপিছু তার চার্জ দেড় কোটি টাকা। এক বার ভাবুন তা হলে এই মুহূর্তে বলিউডের সবচেয়ে ব্যাস্ত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া বা দীপিকার বিজ্ঞাপনের অংকটা কত? তবে দিন পিছু একজন অভিনেত্রীর বিজ্ঞাপন থেকে আয় দেড় কোটি টাকা! এই কথাটা কি স্বপনেও ভাবা যায়! একদিনে কঙ্গনার দাম দেড় কোটি!
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই