বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৫৯:৪৮

কমেডি বয় অক্ষয় এবার পুরোদস্তুর সেনাঅফিসার ‘রুস্তম’!

কমেডি বয় অক্ষয় এবার পুরোদস্তুর সেনাঅফিসার ‘রুস্তম’!

বিনোদন ডেস্ক : অাগস্টেই মুক্তি পেতে চলেছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের নয়া রোমান্টিক থ্রিলার ‘রুস্তম’। তার আগে প্রকাশ পেল ‘রুস্তম’-এ অক্ষয়-এর প্রথম লুক। যেখানে তাকে দেখা যাচ্ছে এক সামরিক অফিসারের পোশাকে। এই ছবিটি নিয়ে যথেষ্টই আশাবাদী অক্ষয়। এমনিতেই দেশপ্রেমিক হিসেবে বলিউডে তার ইমেজ তুলনাহীন৷ তার মধ্যে আবার সেনাবাহিনীর অফিসারের বেশে৷ স্বাভাবিক ভাবেই অক্ষয় কুমারের নয়া লুকে উচ্ছ্বসিত তার ভক্তরা৷ সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘রুস্তম’ ছবির ফার্স্ট লুক৷

‘এয়ারলিফট’ ছবির পর আরো একাবর সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি৷ অ্যাকশন, কমেডি থেকে ইদানিং এনেকটাই সরে এসেছেন৷ যদিও কমেডি ছবিতে তিনি এখনো কাজ করছেন, তবু ‘বেবি’ থেকে ‘এয়ারলিফট’ প্রমাণ করেছে একটা অন্যমাত্রা আনতে চাইছেন বলিউডের এই অভিনেতা৷ এ ছবির প্রেক্ষাপট ১৯৫০ সালের ঘটনা অবলম্ভনে৷ ছবিটির নাম দেয়া হয়েছে রুস্তম৷ সে ছবির ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন অক্ষয় নিজেই৷

ট্যুইটারে ‘রুস্তম’-এর পোস্টারের নিচে তিনি আবার ক্যাপশনে লিখেছেন ‘একজন কেতাদুরস্ত কর্মকর্তা, পরিবার অন্ত প্রাণ, নিজের সম্মানকে রক্ষা করেন-আর সেই মানুষটির নাম রুস্তম’।

এ ছবিতেই বলিপাড়ায় পরিচালনায় হাতেখড়ি হচ্ছে টিনু সুরেশ দেশাইয়ের৷ ছবির প্রযোক নীরজ পান্ডে৷ এর আগে তার পরিচালনায় ‘স্পেশাল ছাব্বিস’ ও ‘বেবি’ ছবিতে কাজ করেছিলেন অক্ষয়৷ রুস্তম পাবরি নামে এই নৌসেনাঅফিসারের কাহিনি পর্দায় মুক্তি পাবে ১২ অগাস্ট৷ বলিপাড়ায় দেশপ্রেমিক হিসেবে অক্ষয়ের ইমেজ পাকা৷ সেই ইমেজ ও ছবির বিষয়বস্তু মিলিয়েই বেছে নেয়া হয়েছে মুক্তির দিন৷ এর আগে সাম্প্রতিক অতীতে একের পর এক ছবিতে সাফল্য পেয়েছেন৷ স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাওয়া এ ছবিও সাফল্যের সেই লক্ষেই এগোচ্ছে৷
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে