বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২৫:১৮

গায়িকাকে মোটা বলে খোঁটা, উচিত জবাব সাংবাদিককে!

গায়িকাকে মোটা বলে খোঁটা, উচিত জবাব সাংবাদিককে!

বিনোদন ডেস্ক : তিনি একেবারে খ্যাতির শীর্ষে। ব্রিটিশ গায়িকা অ্যাডেল শুধু তার দেশেই নয় আমেরিকা থেকে অস্ট্রেলিয়া। সর্বত্র অ্যাডেলের গান মানেই হাততালি, বাহবা, প্রশংসা। ছয়বার গ্র্যামি আওয়ার্ড জেতা সেই অ্যাডেলের শরীর একটু বেশই ভারী। মাঝে মাঝে অ্যাডেলকে তার ভারী চেহেরার জন্য শুনতে হয় অনেক ধরণের কথা। অ্যাডেল মুখ বুঝে সব সহ্য করেন। একবার অ্যাডেলকে প্রশ্ন করা হয় আপনি তো বেশ মোটা। আপনি কি মেদ ঝরানোর কথা ভাবছেন?

অ্যাডেলের সপাটে জবাব, 'শুনুন মিস্টার, আমি চোখের জন্য গান বানাই না। আমি গান বানাই কানের জন্য।' প্রশ্নকর্তাকে এমন উত্তর পেয়ে একেবারে হতবাক। আসলে অ্যাডেল এমনই। সুরের জাদু তো আছে, সঙ্গে কথাটাও দারুণ বলেন।

একবার অ্যাডেল বলেছিলেন, 'আমাকে বার বার প্রশ্ন করা হয়, প্লেবয় ম্যাগাজিনে জন্য উপযুক্ত হতে পারবো কিনা। প্রশ্নটি এতবার করা হয়েছে, যে আমি বিরক্ত হয়ে গেছি।' তিনি আরো বলেন, 'আমি মোটা বলেই কি বার বার আমাকে এই প্রশ্ন করা হয়?' প্রশ্ন হলো, 'যদি আমি আমার দেহের মেদ ঝরিয়ে ফেলতাম, তাহলে কি সেই ম্যাগাজিনের জন্য উযুক্ত হতাম? অবশ্যই না। আমার দেহ শুধু আমার জন্যই, অন্য কারো জন্য নয়।'
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে