বিনোদন ডেস্ক : দক্ষিণের লেডি সুপারস্টার বলা হয় নয়নতারাকে। অনুরাগী থেকে শুরু করে গণমাধ্যমও অভিনেত্রীকে এভাবেই সম্বোধন করেন। কিন্তু এবার আপত্তি জানিয়েছেন নয়নতারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন নয়নতারা।
তিনি জানিয়েছেন, এর পর থেকে তাকে যেন আর ‘লেডি সুপারস্টার’ নামে না ডাকা হয়। নয়নতারা লেখেন, ‘আমার বিনীত অনুরোধ, আমাকে ‘নয়নতারা’ বলেই ডাকুন। কারণ এই নামটা আমার হৃদয়ের কাছের।’
একই সঙ্গে নয়নতারা জানিয়েছেন, যে কোনও বিশেষণ ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু কখনও-কখনও তা অভিনেতাকে তার কাজ এবং প্রকৃত পরিচয় থেকে দূরে ঠেলে দিতে পারে।
নয়নতারা লেখেন, ‘ভবিষ্যৎ সব সময়েই অনিশ্চিত। কিন্তু তার মাঝেও আমি আপনাদের ভালোবাসায় আপ্লুত। আমিও আমার নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করতে থাকব।
আগামীতে নয়নতারাকে দেখা যাবে ‘টেস্ট’ ছবিতে। ওটিটির জন্য নির্মিত ছবিটির মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।