বিনোদন ডেস্ক : নীরজার সাফল্যে হলিউডের ‘হট গার্ল’ হতে রাজি নন সোনম কাপুর। বলিউডের দুই নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন যেভাবে হলিউডে নাম লিখিয়েছেন সেই পথে পা বাড়াতে রাজি নন অনিল কাপুরের তনয়া।
ভাল অভিনেত্রীর খ্যাতাব জুটলেও সেভাবে বক্স অফিসের কল্কে পাননি সোনম। অথচ, বলিউডের অত্যন্ত স্টাইলিশ অভিনেত্রী হিসাবে নাম কুড়িয়েছেন।
তার ফ্যাশন দিভা নিয়ে সর্বত্রই চর্চা হয়। এমনকি কান ফিল্ম ফেস্টিভ্যালেও সোনমের গ্লামার-ফ্যাশন স্টাইল প্রশংসাও পেয়েছে। হলিউড পত্রিকাগুলির খবরের শিরোনামেও এসেছিলেন।
সর্বোপরি, হলিউডের সঙ্গে অনিল কাপুরের গভীর যোগাযোগে অনেকেই মনে করেছিলেন ‘নীরজা’-র সাফল্যে এবার হয়তো মেয়েকে হলিউডের পথে ঠেলেদেবেন অনিল কাপুর, কিন্তু, সেই জল্পনায় আপাতত জল ঠেলেছেন খোদ সোনমই। প্রতিযোগিতায় তিনি কোনোদিনই বিশ্বাস করতেন না, তাই প্রিয়াঙ্কা, দীপিকারা হলিউডে যতই ‘হট বেবস’ হওয়ার চেষ্টা করুন না কেন, এখনই সে পথে হাঁটতে রাজি নন সোনম কাপুর।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই