শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩১:০৭

আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে দু’টি ভারতীয় ছবি

আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে দু’টি ভারতীয় ছবি

বিনোদন ডেস্ক : আজ বাংলাদেশে একই সঙ্গে মুক্তি পাচ্ছে দু’টি ভারতীয় ছবি। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশেষে’ এবং পীযূষ সাহা পরিচালিত ‘বেপরোয়া’।

পীযুষ সাহার ‘বেপরোয়া’তে অভিনয় করেছেন সূর্য ও পাপড়ি নামের দুই নবাগত অভিনেতা। ইতিমধ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটির ট্রেলার দেখানো হয়েছে। ছবিটা ওপার বাংলায় প্রশংসা কুড়িয়েছে। ছবিতে নায়ক একজন বেপরোয়া পুলিশ কর্মকর্তা।

কর্মস্থলে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয় সূর্য। কলেজে কলেজে ছাত্র রাজনীতির নামে অরাজকতা। চিট ফান্ডে বিনিয়োগ করে নিঃস্ব অসংখ্য মানুষ। রাজনৈতিক নেতাদের কব্জায় পুলিশ। এই অবস্থাতেই অত্যাচারের পর খুন করা হয় নায়িকা পাপড়ির দিদিকে। লড়াই শুরু হয় সূর্যর।

‘বেলাশেষে’তে এক প্রৌঢ় দম্পতির সম্পর্কের টানাপোড়েনকে ঘিরে চিত্রনাট্য সাজিয়েছিলেন পরিচালকরা। মূল দুই চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত। ‘ঘরে বাইরে’র ৩০ বছর পর ফের একসঙ্গে জুটি বেঁধেছেন তারা।

একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়াও অভিনয় করেছেন শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, মনামি ঘোষ প্রমুখ। ভারতে মতো বাংলাদেশেও সমান জনপ্রিয় হবে বলেই মনে করছেন কলাকাতা ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে