শনিবার, ০৮ মার্চ, ২০২৫, ০৪:২৯:০১

বিশাল ইফতার পার্টির আয়োজন করেন থালাপতি বিজয়, পড়েছেন নামাজও!

বিশাল ইফতার পার্টির আয়োজন করেন থালাপতি বিজয়, পড়েছেন নামাজও!

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। জনপ্রিয় নায়ক হয়েও শোবিজ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। ক্যারিয়ারে লম্বা একটা সময় পার করার পর তিনি এখন মনে করেন, মানুষের জন্য তার কাজ করা উচিত। সেই ভাবনা থেকে রাজনীতিতে পা রেখেছেন। গঠন করছেন নিজের রাজনৈতিক দল। 

২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলট গঠনের ঘোষণা দিয়ে তিনি ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছেন।

এদিকে, চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন থালাপতি বিজয়। সামাজিক মাধ্যমে ঘুরছে দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি ভিডিও। যেখানে তাকে দেখা গেছে ইসলামি পোশাকে। মাথায় ছিল টুপিও। এরইমধ্যে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। অনেকেই জানতে চাইছেন এর পেছনের কারণ। 

শুক্রবার (৭ মার্চ)  থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (TVK)-এর উদ্যোগে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মোনাজাতে অংশ নিতেও দেখা যায় তাকে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতি বিজয় এদিন রোজা রেখেছিলেন। তিনি ইফতার ও নামাজে অংশ নেন। ওয়াইএমসিএ গ্রাউন্ডস, রয়াপেট্টাহ-তে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে প্রায় ৩,০০০ -এর মতো লোকে আয়োজন করা হয়। এছাড়া, ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে