বিনোদন ডেস্ক : ধূমপান বিরোধী বিজ্ঞাপনে অভিনয় করলেন বলিউডের বেবি ডল সানি লিওন। প্রবীণ বলিউড অভিনেতা অলোকনাথ ও দীপক দোবরিয়ালের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন তিনি।
বিজ্ঞাপনে হরিয়ানার এক দেহাতি মহিলার চরিত্রে দেখা গিয়েছে সানিকে। এই ধরনের চরিত্রে এর আগে নায়িকাকে দেখেননি দর্শক। ইতিমধ্যেই সেই অ্যাড ফিল্মটি মুক্তি পেয়েছে অনলাইনে।
অলোকনাথের চরিত্রই গল্পে মূল টুইস্ট নিয়ে এসেছে। ধুমপান থেকে ক্যানসার এবং তার জেরে মৃত্যুর মতো সিরিয়াস বিষয় নিয়ে কমিকের মোড়কে সমাজে বিশেষ বার্তা দেওয়ার জন্যই এই বিজ্ঞাপন তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
বিজ্ঞাপনে দেখা যায়, বৃদ্ধ আলোকনাথ ধূমপান করার কারণে অসুস্থ হয়ে পড়েন। সানির সঙ্গে আলোকনাথের বিয়ে হয়। তবে বিয়ের দিনে সানি লিওনের স্পর্শে মৃতূবরণ করেন আলোকনাথ। বিজ্ঞাপনে সচেতনতামূলক কিছু কথা তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে, একটি সিগারেট জীবন থেকে ১১ মিনিট নষ্ট করে দেয়। তাই একটি সিগারেট খেয়ে অন্য সিগারেটটি খাওয়ার আগে বিষয়টি ভেবে দেখার কথা বলা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস