শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০৪:১৯

বাবার পরকীয়া নিয়ে মুখ খুললেন মেয়ে সোনাক্ষি

বাবার পরকীয়া নিয়ে মুখ খুললেন মেয়ে সোনাক্ষি

বিনোদন ডেস্ক : অনেকেই বলেন সোনাক্ষি সিনহার সঙ্গে অনেক মিল রয়েছে রিনা রায়ের। আর সেই রিনা রায়ের প্রসঙ্গ এলে কিছুটা নিষ্প্রভও হয়ে যান সোনাক্ষিও। একটু থমকে জানান, না, তেমন কোনও সাদৃশ্য তিনি তো কখনও খুঁজে পাননি।

সোনাক্ষি সিনহার সঙ্গে সাবেক বলিউড তারকা রিনা রায়ের মুখাবয়বের আশ্চর্য সাদৃশ্য লক্ষ করেন অনেকেই। তার কারণ অনুসন্ধান করতে গেলে তো ফিরতে হয় কুড়ি কুড়ি বছরের আগে। ১৯৭০ দশকে রিনা রায় তার ঝকঝকে উপস্থিতিতে আকৃষ্ট করেন বিপুল সংখ্যক দর্শককে। আর এই সময়েই শত্রুঘ্ন সিংহের সঙ্গে তার রোমান্স নিয়ে উঠেছিল বিরাট গুঞ্জন।

তার পরে একদিন সেই লাভ স্টোরি ফুরোয়। রিনা বিয়ে করেন মহসিন খানকে। তার জীবন বয়ে যায় অন্য খাতে। শত্রুঘ্নও তার কেরিয়ারকে নিয়ে যান ভিন্নমাত্রায়।

বাবার একদা ফ্লেমের সঙ্গে কী করে মিল থাকে মেয়ের— এই যুক্তি কি মাথায় ঢোকে না প্রশ্নকর্তাদের? তবে সম্প্রতি তার বাবা আর রিনা রায়ের সম্পর্ক নিয়েই মুখ খুললেন সোনাক্ষী।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার বাবা ও রিনা রায়ের রোমান্স যখন ঘটেছিল, তখন তার জন্মও হয়নি। বড় হয়ে, বুঝতে শিখে তিনি অনুভব করেছেন ব্যাপারটা। তার পরে তার মনে হয়েছে, অতীতে কী ঘটেছিল, তার জন্য তার বাবাকে কাঠগড়ায় দাঁড় করানোর কোনও মানে হয় না। প্রত্যেকেরই একটা অতীত থাকে। তাকে আঁকড়ে কেউ কি সারা জীবন কাটান? এসব গল্প রসাল গসিপের উপাদান হতে পারে। কিন্তু তার পারিবারিক সম্পর্ককে তিনি পরিবারের বিন্দু থেকেই দেখতে চান।

আর রিনা রায়ের চেহারার সঙ্গে মিল রয়েছে, এমন প্রশ্ন উঠলে বেশ রেগেই ওঠেন সোনাক্ষি। তখন তিনি জানান, তার সঙ্গে তার মা পুনম সিংহের সঙ্গেই মিল রয়েছে। প্রসঙ্গত, পুনমও ছিলেন ১৯৭০ দশকের বলিউড অভিনেত্রী। তার বলিউডে তার নাম ছিল ‘কোমল’।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে