শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২৬:৩১

সেই প্রেমিকাকে নিয়ে দুবাই কেন গেলেন সালমান খান?

সেই প্রেমিকাকে নিয়ে দুবাই কেন গেলেন সালমান খান?

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে রোমানিয়ার মডেল লুলিয়া ভান্তুরের প্রেম গঞ্জন নতুন কিছু নয়। তবে এ নিয়ে কেউ কোন কথাও বলেন না প্রকাশ্যে। তাতে কি! এ দু'জনের হাবভাব দেখে বোঝাই যায় যে, তারা দু'জন লুকোচুরি প্রেম করছেন।

প্রায় সময় এই দু'জনকে এক সঙ্গে একফ্রেমে বন্দীও করেছেন অনেক সাংবাদিক। আর এবার দুবাইয়ে আরও একবার একসঙ্গে দেখা গেল সালমান খান ও লুলিয়া ভান্তুরকে। সালমানের ছবি সুলতানের মুক্তি নিয়ে তৎপরতার মধ্যেই ভক্তদের ক্যামেরায় ধরা পড়লেন দু’জন, দুবাই বিমানবন্দরে।

সলমনের সঙ্গে রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুরের প্রেম নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। দুবাই বিমানবন্দরের একসঙ্গে তাদের ছবি তাতে নতুন করে জল্পনায় ইন্ধন ‌যোগাল। আর সেই ছবি সোশাল মিডিয়ায় পড়তেই ভাইরাল হয়েছে মুহূর্তে।

কিন্তু প্রশ্ন হল, সুলতানের প্রচার নিয়ে দেশে ‌যখন সাজ সাজ রব তখন দুবাইয়ে কী করছেন সলমন? সূত্রের খবর, ১৮ মার্চ সেখানে একটি অ্যাওয়ার্ড সেরিমনিতে ‌যোগ দেবেন তিনি।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে