বিনোদন ডেস্ক : আগামী পহেলা বৈশাখে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি 'শঙ্খচিল' । ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের নির্মাণে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ভারতের প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ ও বাংলাদেশর কুসুম শিকদার।
চিত্রায়ন হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকিতে। শঙ্খচিল ১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে।
গৌতম ঘোষ বলেন, ‘পাঁচ বছর আগে প্রসেনজিৎকে নিয়ে তৈরি করেছিলাম 'মনের মানুষ'। এর আগে পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রটি তৈরি করেছি। চলচ্চিত্র দুইটি মুক্তি পাওয়ার পর দুই দেশ (বাংলাদেশ ও ভারত) থেকেই দারুণ সাড়া পেয়েছিলাম। এবার নির্মাণ করেছি শঙ্খচিল। প্রত্যাশা এবারও অনেক।’
সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান, চলচ্চিত্রটির নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশের প্রখ্যাত নাট্যাভিনেতা মামনুর রশীদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
‘শঙ্খচিল’ ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিত চট্টোপাধ্যায় ও কুসুম শিকদার। তাদের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী অনুম রহমান খান। মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রোজী সিদ্দিকী, রিয়াজ মাহমুদ জুয়েল, শাকিল আহমেদ, শাহেদ আলী, দীপঙ্কর দে, অরিন্দম শীল, ঊষসী চক্রবর্তী প্রমুখ।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন