শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৫:৪৫

বাংলা ও হিন্দির পর, এবার সিনেমার জন্য জেমস গাইবেন ইংরেজি গান

বাংলা ও হিন্দির পর, এবার সিনেমার জন্য জেমস গাইবেন ইংরেজি গান

বিনোদন ডেস্ক : আগামী ৯ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে জসিম উদ্দিনের পরিচালনায় ‌‘আমেরিকান ড্রিম’ শিরোনামের চলচ্চিত্রটি। এতে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। তার সাথে আছেন নতুন প্রজন্মের অভিনেতা সাইমন সাদিক।

এদিকে শুটিং শুরু হওয়ার আগে ছবির জন্য নির্ধারিত পাঁচটি গানের রেকর্ডিং সম্পন্ন করা হবে। কবির বকুলের কথায় সব ক’টি গানের সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। আর গানগুলোতে কন্ঠ দেবেন জেমস, ন্যান্সি, হৃদয় খান ও মাহবুব টিটু।

পাঁচটি গানের মধ্যে ছবিটিতে একটি ইংরেজি গান থাকছে। ‘বাই বাই আমেরিকা, আই ব্যাক টু হোম ল্যান্ড মাই ঢাকা’ শিরোনামের এই গানটিতে কন্ঠ দিতে দেখা যাবে নগর বাউল জেমসকে। এরইমধ্যে গানগুলো প্রস্তুত করেছেন ইমন। আগামী সপ্তাহে এর রেকর্ডিং হতে পারে ইমনের মগবাজারস্থ রেকর্ডিং স্টুডিও ভেলোসিটিতে।

যুক্তরাষ্ট্রের একটি ইংরেজি গানের কপিরাইট কিনে পুনরায় রেকর্ডিং করা হচ্ছে। এর আগে আফ্রিকান বংশোদ্ভুত যুক্তরাষ্ট্র প্রবাসী আলফা ব্লান্ডি নামের একজন শিল্পী এই গানটি করেছিলেন।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে