শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৫৪:০৫

রোবট-টু তৈরি হবে ৩৫০ কোটি রুপিতে!

রোবট-টু তৈরি হবে ৩৫০ কোটি রুপিতে!

বিনোদন ডেস্ক : ভারতের ইতিহাসে সব থেকে ব্যয়বহুল ছবি ছিল ‘বাহুবলি’। এ ছবিটি ১৫০ কোটি টাকা খরচ করে তাক লাগিয়ে দিয়েছিল পুলো ভারতকে। তবে এবার সেই রেকর্ডও ভাঙতে যাচ্ছে নির্মাতা এস শঙ্কর।

এই নির্মাতা তার ‘রোবট’-এর সিক্যুয়াল ‘রোবট-টু’ নির্মাণে ব্যয় করতে যাচ্ছেন ৩৫০ কোটি টাকা! যা সত্যি ভারতীয় সিনেমার জন্য অনন্য এক ইতিহাসই সৃষ্টি হতে যাচ্ছে।

বর্তমানে ছবিটি প্রি-প্রোডাকশনের কাজ চলছে লসএ্যাঞ্জেলসে। আগামী মাসে শুরু হবে ছবিটির শুটিং। ছবিটি আগামী বছর মুক্তি পাবে বলে জানা গেছে নির্মাতা সংশ্লিষ্ট সূত্র থেকে।

এতে অভিনয় করছেন দক্ষিণী ছবির কিংবদন্তী রজনীকান্ত। এ ছবিতে রজনীকান্তের পাশাপাশি টারমিনেটরখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ের্জনেগারের অভিনয় করার কথা ছিল। কিন্তু তা আর হয়ে উঠেনি। তবে তার পরিবর্তিতে বলিউড খিলাড়ি অভিনয় করছেন।

এদিকে ছবিতে এতো বাজেট কেন? এমন প্রশ্নের উত্তর জানা না গেলেও ধারনা করা হচ্ছে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডাউন অব জাস্টিস’ ছবির অ্যাকশন ডিরেক্টরকে নিয়ে রোবট-২এর কাজ করার জন্যই হয়তো এত টাকা নির্মাণ খরচ হতে যাচ্ছে। অ্যাকশন ছাড়াও নাকি হলিউডের এই অ্যাকশন মাস্টার রোবট-২ ছবির বিভিন্ন সেট নির্মাণেও নির্দেশনা দিবেন!
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে