শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:২১:৪৫

সালমানের রেষ্টুরেন্টে সঞ্জয়ের নামে নতুন রেসিপি

সালমানের রেষ্টুরেন্টে সঞ্জয়ের নামে নতুন রেসিপি

বিনোদন ডেস্ক : দীর্ঘ ৪২ মাস পর জেল থেকে ছাড়া পেয়েছেন বলিউডের মুন্নাভাইখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। তার মুক্তি উচ্ছ্বসিত ভক্ত অনুরাগি সহ পরিবার পরিজনরা। আর তাই তো সঞ্জয়ের মুক্তির আনন্দে সালমান খানের রেষ্টুরেন্টেও তৈরি করা হল নতুন একটি রেসিপি। যার নাম করণ সত্যি খুব অদ্ভুত।

জানা গেছে, সঞ্জয়ের ছাড়া পাওয়ার খুশিতে মুম্বাইতে সালমান খানের থিম রেস্তোরাঁয় এক নতুন রেসিপি তৈরি করেছেন কর্তৃপক্ষ। আর তার নাম দিয়েছেন ‘ভাইবাবা-চল মেরে ভাই।’ কম্বিনেশন এই ডিশে মাটন কিমার সঙ্গে থাকবে চিকেনও।

রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সালমান খানের পছন্দের কথা ভেবে মাটন এবং সঞ্জয়ের পছন্দের কথা মাথায় রেখে চিকেন রাখা হয়েছে ওই রেসিপিতে। ওই রেস্তোরাঁয় দুপুরের বা রাতের অন্য যে কোন পদের সঙ্গে এই পদটি নিলে ৫০ শতাংশ ছাড়েরও সুবিধা পাওয়া যাবে।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে