শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৫১:৩৭

সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে কলকাতা যাচ্ছেন রুনা লায়লা

সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে কলকাতা যাচ্ছেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক : ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে কোলকাতা যাচ্ছেন উপ-মহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কিংবদন্তি রুনা লায়লা। এ উদ্দেশ্যে ২৯ ফেব্রুয়ারি তিনি ঢাকা ত্যাগ করবেন।

জানা গেছে, সৌরভ গাঙ্গুলির উপস্থাপনায় জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’র বিশেষ পর্বে বিশেষে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রুনা লায়লাকে। এই আমন্ত্রণ পত্রটি ঢাকায় এসেছে।

এ অনুষ্ঠানের শ্যুটিংয়ে অংশ নিতে ২৯ ফেব্রুয়ারি কলকাতার উদ্দেশে উড়াল দিবেন রুনা লায়লা। বৃহস্পতিবার নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘সৌরভ গাঙ্গুলির উপস্থাপনায় জি বাংলার ‘দাদাগিরি’ অনুষ্ঠানের বিশেষ পর্বে অংশগ্রহণ করতে ২৯শে ফেব্রুয়ারি কলকাতা যাচ্ছি।’
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে